ভাল নেই পরিচালক শ্যাম বেনেগাল৷ ভুগছেন কিডনির অসুখে। ৮৮ বছরের পরিচালক শ্যাম ভেনেগাল এই মুহূর্তে শয্যাশায়ী। বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে চলছে ডায়ালেসিস। তাঁর দুটি কিডনিই কার্যত অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন অফিসে যেতে পারছেন না বর্ষীয়ান পরিচালক।
Film Fare 2022: ফিল্মফেয়ারে সেরা ছবি 'দোস্তোজী', 'বল্লভপুরের রূপকথা', সেরা অভিনেতা মিঠুন চক্রবর্তী
জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই পরিচালকের শারীরিক অবস্থা ভাল নয়। তবে এত অসুস্থতার মধ্যেও মগজাসস্ত্রে জং ধরেনি 'দাদা সাহেব ফালকে' পুরস্কারপ্রাপ্ত পরিচালকের। অসুস্থতার মধ্যেও নিজের চলতি প্রোজেক্ট ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ নিয়ে ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছেন পরিচালক। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবির সঙ্গে ফিল্মমেকিং-এ হাতে খড়ি তাঁর। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক তিনি।