২০২২-এ অস্কার কমিটিতে (Oscar Committee 2022) অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রকাশ করেছে 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'। বিভিন্ন দেশে থেকে মোট ৩৯৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে । সেই তালিকায় এবারও জায়গা করে নিয়েছেন ভারতীয় তারকারা । ভারত থেকে আমন্ত্রিক অতিথিদের তালিকায় রয়েছেন কাজল (Kajol), রিমা কাগতি । এই তালিকায় রয়েছেন বাঙালি পরিচালকও, তিনি হলেন সুস্মিত ঘোষ (Susmit Ghosh) । তামিল অভিনেতা সুরিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে ।
মঙ্গলবারই অ্যাকাডেমির তরফ থেকে টুইট করে অতিথিদের তালিকা প্রকাশ করা হয় । সেখানে নাম রয়েছে আরিয়ানা ডিবোস, বিলি আইলিশ, জেমি ডরনান এবং ট্রয় কোটসুরের । ভারত থেকে রয়েছেন কাজল, সুরিয়া, পরিচালক সুস্মিত ঘোষ, রিন্টু থমাস এবং লেখক-চলচ্চিত্র নির্মাতা রিমা কাগতি।
আরও পড়ুন, Mandira Bedi : ৩৬৫ দিন রাজকে ছাড়া, স্বামীর স্মৃতিতে হৃদয়বিদারক পোস্ট মন্দিরা বেদীর
সুরিয়া হলেন প্রথম তামিল অভিনেতা, যাকে অস্কার কমিটিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটারে খবরটি শেয়ার করেছেন এবং অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন ।
কয়েক দশক ধরে বলিউডকে সমৃদ্ধ করেছে কাজল । তাঁর ব্লকবাস্টার সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য 'কুছ কুছ হোতা হ্যায়', 'কভি খুশি কাভি গম', 'মাই নেম ইজ খান' এবং 'দিলওয়ালে'।
চলচ্চিত্র নির্মাতা রিমা কাগতি 'তালাশ' এবং 'হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড'-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত । সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাসের রাইটিং উইথ ফায়ার এই বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হয়েছে, তাঁরা ডকুমেন্টারি শাখায় অন্তর্ভুক্ত।
অ্যাকাডেমি জানিয়েছে, এবারের সদস্যপদের জন্য ৪৪ শতাংশ নারী । এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৪টি দেশ থেকে প্রায় ৫০ শতাংশ সদস্য় গ্রহণ করা হয়েছে ৷