নিয়োগ দুর্নীতি ইস্যুতে ইতিমধ্যে অভিনেতা বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এবার বনির পাশাপাশি তার মা পিয়া সেনগুপ্তের সঙ্গেও নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের যোগাযোগ রয়েছে,এমন দাবি করা হল। পিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ টলিউডের পরিচালক-প্রযোজকদের একাংশ।
ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-র সভাপতি পিয়া সেনগুপ্ত। অভিযোগ ইম্পার নির্বাচনে নাকি অঢেল টাকা ঢেলেছিলেন কুন্তল।
Binodini-Rukmini Moitra: রুক্মিণী-সহ গোটা টিমের অধিকাংশই অসুস্থ, মাঝপথে বন্ধ 'বিনোদিনী'র শুটিং
২০২১ সালের সেপ্টেম্বরে সংগঠনের নির্বাচনে পিয়াকে জেতানোর জন্য কুন্তল নাকি নিজে উপস্থিত ছিলেন, প্রচুর টাকা ঢেলেছিলেন, এমনটাই অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পিয়া বলেছেন ‘‘গোটাটাই গুজব!’’, সংগঠনের সদস্য না হয়ে কেউ টাকা ঢালতেই পারে না, পাল্টা দাবি পিয়ার।