চলতি বছরই টাইগার শ্রফ (Tiger Shroff) ও দিশা পাটানির (Disha Patani) দীর্ঘ ৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে । আবার নতুন করে প্রেমেও পড়েন টাইগার । মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে টাইগারের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউড অন্দরে । আর দিশা ? টাইগারের সঙ্গে বিচ্ছেদের পর নিঃসঙ্গ দিশার জীবনেও এসেছে নতুন প্রেম, মনের মানুষ । বলিউড অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী (Disha Patani dating with Aleksandar)।
আলেকজান্ডার আলেক্স । দিশার রুমমেট ছিলেন । আগে জিমে একসঙ্গে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে তাঁদের । আলেকজান্ডার একটি সাক্ষাৎকারে জানান, দিশা তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু । ২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতেন তাঁরা । একসঙ্গে কাজ, খাওয়া-দাওয়া, আড্ডা, অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন তাঁরা । দিশা তাঁর কাছে পরিবারের মতো । দিশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি আলেকজান্ডার । তাঁর কথায়, লোকে কেন আগের থেকে এত কিছু ভেবে নেয়, তা তিনি জানেন না । অন্যের জীবন নিয়ে বেশি চিন্তা না করার পরামর্শ দিয়েছেন তিনি ।
২০১৮ সালে ‘বাগী ২’ ছবিতে এই জুটিকে প্রথম বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল টাইগার ও দিশাকে । বলিপাড়ায় তাঁদের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট । প্রকাশ্যে বহুবার তাঁদের অন্তরঙ্গতার প্রমাণ পেয়েছেন পাপারাৎজিরা । বিমানবন্দর থেকে রোম্যান্টিক ডেটে তাঁদের হাতে হাত রাখা ছবি ক্যামেরাবন্দি হয়েছে বহুবার । কিন্তু, কখনও মুখে সেকথা বলেননি দু'জনে । সময় বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয় । কিন্তু, আচমকাই চলতি বছরে বিচ্ছেদ হয় তাঁদের । টাইগার বা দিশা কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি । জ্যাকি পুত্রের ঘনিষ্ঠ বন্ধুই নাকি এই খবরের সত্যতা নিশ্চিত করেন ।