উদয়পুরের 'হৃদয় উৎসব' বা 'সউল ফেস্টিভ্যাল'-এ পৌঁছে গিয়েছেন টলিউডের দুই নায়িকা নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। কিন্তু এককালের সোলমেটদের মধ্যে কথাবার্তা তেমন হলোই না।
নুসরতের সঙ্গে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্তও। বোনুয়াদের দূরত্ব বেড়েছে, পুরনো জল্পনা আরও গাঢ় হল উদয়পুরে। যারা এককালে নিয়মিত একসঙ্গে ছবি পোস্ট করতেন, তাদের একসঙ্গে একটা ছবিও তোলা হল না।
Gen Z's attitude towards work: সোমবার হালকা চাপ...যেমন মাইনে তেমন কাজ, এমনই ভাবনা এই প্রজন্মের
নুসরতের সঙ্গে দূরত্ব নিয়ে প্রশ্ন করা হলে মিমি জানিয়ে ছিলেন সম্পর্কে চিড় ধরেনি, শুধু সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা কমে গিয়েছে। যদিও এই যুক্তিতে মোটেও সন্তুষ্ট নন অনুরাগীরা।
মিমি এবং নুসরতের বন্ধুত্ব বহুদিনের। তাঁরা একের অন্যের অত্যন্ত ঘনিষ্ঠ। জন্মদিন সহ প্রতিটি বিশেষ দিনে একে অন্যকে শুভেচ্ছা জানান তাঁরা। মিমি যাদবপুর লোকসভার তৃণমূল সাংসদ, নুসরতও জোড়াফুল প্রতীক নিয়ে জিতেছেন বসিরহাট থেকে। সংসদের সামনে একসঙ্গে নিজেদের ছবিও পোস্ট করেছিলেন তাঁরা।
উদয়পুরে একই উৎসবে দু'জনেই রয়েছেন, কিন্তু একসঙ্গে কোনও ছবি পোস্ট করেননি মিমি, নুসরত৷ যশের সঙ্গে ছবি পোস্ট করেছেন নুসরত। সেখানে গোলাপী পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অন্যদিকল ঝলমলে পোশাকে ছবি পোস্ট করেছেন মিমিও। কিন্তু একসঙ্গে কোনও ছবি পোস্ট করেননি কেউ৷ কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজছে টলিউড।