দেবের (DEV) বিরুদ্ধে মামলা দায়ের সত্তরোর্ধ্ব দম্পতির। বার্ধ্যকের এই সময়টুকু একটু শান্তির খোঁজ করছিলেন দম্পতি,কিনেছিলেন নিরিবিলিতে ফ্ল্যাট। বৃদ্ধা স্ত্রী অসুস্থ। কিন্তু শান্তি মিলছে না, তাঁদের ফ্ল্যাটের উপরেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স নামে অফিস বানিয়েছেন অভিনেতা সাংসদ দীপক অধিকারি।
সেখানে সারাটাদিন প্রবল শব্দ হয়। যা দম্পতির কাছে সহ্য করা কঠিন হয়ে উঠছিল। এমনই অভিযোগ তুলে এবার দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন দম্পতি।
Ram Charan-Virat Kohli: 'আমাদের একই রকম দেখতে', বিরাটের বায়োপিকে অভিনয় করবেন রামচরণ ?
২০১৫ সালে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে ফ্ল্যাট কেনেন অবসরপ্রাপ্ত জকি নিকোলাস বার্ড। স্ত্রী মেয়েকে নিয়ে ২৮ তলায় নির্বিঘ্নে থাকতে চেয়েছিলেন তারা। কিন্তু সে গুড়ে বালি। ঘরে নিকোলাসের অসুস্থ স্ত্রী। সারাদিন রেকর্ডিং-য়ের শব্দে তাঁর অসুস্থতা বাড়ছে বলে অভিযোগ।