আর ছোট্টটি নেই সে। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এখন বিনোদন জগতের শিরোনামে। ছোট থেকেই সে দর্শকদের বেশ পছন্দের। তাই তাঁর ভাল মন্দের খবর রাখেন দর্শকেরা।
অভিনয় ছাড়াও পর্দার রানিমার প্রেম জীবন এখন চর্চায়। প্রেম করছেন দিতিপ্রিয়া। দর্শকদের মনে এখন একটাই কৌতূহল, দিতির মনের মানুষটি কে? এর আগে প্রেমিক মানুষটির সম্পর্কে একাধিক বার মুখ খুললেও কিছুই খোলসা করেননি তিনি।
নাহ, টলিপাড়ার কেউ নন তিনি। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, জনপ্রিয় ফুটবলারকে মন দিয়েছেন দিতিপ্রিয়া। জোর গুঞ্জন শমীক মিত্রের সঙ্গে প্রেম করছেন দিতিপ্রিয়া। তিনি চেন্নাইয়িন FC-এর গোলকিপার।
দিতিপ্রিয়ার মায়ের সঙ্গেও তাঁর দারুন খাতির। ‘রিভু বাবু’ বলতে পাগল তিনিও। মেয়ের মনের মানুষ মায়েরও খুব স্নেহের, ফেসবুকের ছবি দেখে মালুম পড়ে তা। সে ছবিতে অভিনেত্রীর মায়ের ক্যাপশন, 'আমাদের আদরের ঋভু বাবু'। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি চর্চায় নারাজ দুজনেই।