খাতায় কলমে ফাল্গুন ফুরিয়েছে, কিন্তু অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের মনে ভরপুর ফাগুন। প্রেম করছেন পর্দার 'রানি মা'। নিজেই স্বীকার করেছেন সে কথা।
দিতিপ্রিয়ার মনের মানুষ কে? নাহ, টলিপাড়ার কেউ নন তিনি। সম্প্রতি প্রেমিকের সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে পোস্টও করেছেন অভিনেত্রী, কিন্তু এমন ভাবে করেছেন, যাতে প্রেমিকের মুখ ঝাপসাই থাকে।
Nusrat Jahan-Mimi Chakraborty: তারকা প্রচারকদের নাম কমিশনকে পাঠাল তৃণমূল, নাম নেই মিমি, নুসরতের
বিনোদন জগতের কেউ নন তিনি, আড়াল ভালোবাসেন, তাঁর কথা রাখতেই বিশেষ মানুষের পরিচয় সামনে আনছেন না এখনই। তবে সাময়িক অস্বস্তি কাটলে প্রেমিকের সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন দিতিপ্রিয়া।