টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এখন বিনোদন জগতের শিরোনামে। অভিনয় ছাড়াও পর্দার রানি মার প্রেম জীবন এখন চর্চায়। প্রেম করছেন দিতিপ্রিয়া, অভিনেত্রীর মনের মানুষের কিন্তু প্রেমিকার বাড়িতেও নিত্য যাতায়াত।
খাতায় কলমে ফাল্গুন ফুরিয়েছে, কিন্তু অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের মনে ভরপুর ফাগুন। মেয়ের মনের মানুষ মায়েরও খুব স্নেহের, ফেসবুকের ছবি দেখে মালুম পড়ে তা। সে ছবিতে অভিনেত্রীর মায়ের ক্যাপশন, 'আমাদের আদরের ঋভু বাবু'।
দিতিপ্রিয়ার মনের মানুষ কে? নাহ, টলিপাড়ার কেউ নন তিনি। সম্প্রতি প্রেমিকের সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে পোস্টও করেছেন অভিনেত্রী, কিন্তু তাতে প্রেমিকের মুখ ঝাপসাই ছিল। এবারের ছবিতেও 'ঋভু বাবু' কিন্তু আড়ালে, মুখ দেখাননি।
বিনোদন জগতের কেউ নন তিনি, আড়াল ভালোবাসেন, তাঁর কথা রাখতেই দিতিপ্রিয়া বিশেষ মানুষের পরিচয় সামনে আনছেন না এখনই। তবে সাময়িক অস্বস্তি কাটলে প্রেমিকের সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন দিতিপ্রিয়া।