দিতিপ্রিয়ার মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হ্যাঁ ,এমনই এক চরিত্র চিত্রণ করেছেন পরিচালক রবিন নম্বিয়া। এসকে মুভিজের প্রযোজনায় আসছে নতুন ছবি ‘ডিয়ার ডি’। এই প্রথমবার কোনও ছবিতে মা মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া এবং শ্রাবন্তী।
এই গল্প দুই ইন্ডিপেন্ডেন্ট মা মেয়ের। পরিস্থিতির চাপে পড়েই এই বাংলার হাজারো মা মেয়ের মতো তাঁদের জীবনও লণ্ডভণ্ড হয়ে যায়। কিন্তু সব সামলে, তাঁরা লড়াই করে নিজেদের জীবনে বাঁচার তাগিদে। খুঁজে নেয় জীবনের রসদ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ক্রুশল আহুজা। এই ছবি দিয়েই বড় পর্দায় ডেব্যু হতে চলেছে তাঁর।
জানা গিয়েছে, এই ছবির শ্যুটিং সেরে রাখা হয়েছিল ২০২২ সালেই। তারপর নানা জটিলতায় আটকে থাকে ছবির মুক্তি। করোনা পরিস্থিতি ও নানাবিধ কারণে আটকে ছিল ছবির মুক্তি। আপাতত সমস্ত জট কাটায়, খুব শিগগিরিই সুখবর দিতে চলেছেন পরিচালক নির্মাতারা।
এদিকে এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে ভরা কাজ। একেরপর এক চ্যালেঞ্জিং চরিত্র আসছে তাঁর কাছে। খুব শিগগিরিই তাঁকে দেখা যাবে 'দেবী চৌধুরানী'র চরিত্রে। 'দেবী' বলেও রাহুল মুখোপাধ্যায়ের একটি ওয়েবে তাঁকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বলে শোনা গিয়েছিল।