মুক্তির দিন থেকেই নানা কারণে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে কৃতী স্যানন, প্রভাস অভিনীত 'আদিপুরুষ' ছবিটিকে নিয়ে। এবার এলাহাবাদ হাইকোর্টের কাছে তিরস্কৃত ছবির নির্মাতারা।
'আদিপুরুষ' ছবির নির্দিষ্ট কিছু সংলাপ এক অংশের মানুষের 'ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে বলে অভিযোগ। সেই সংক্রান্ত এক মামলার শুনানিতে আদালত বলে 'ছবির সংলাপের ধরণ একটা বড় ইস্যু। রামায়ণ আমাদের কাছে একটা বড় ব্যাপার। '
ছবিঢ় ডিস্ক্লেমার প্রসঙ্গেই বেঞ্চ নির্মাতাদের উদ্দেশে বলে তাঁরা কি দেশবাসী ও যুব সমাজকে বিবেকহীন বলে মনে করেন? শ্রীরাম, শ্রী লক্ষ্মণ, শ্রী হনুমান, রাবণ, লঙ্কা দেখিয়ে যদি বলা হয় তা রামায়ণ নয় মানুষ তা বিশ্বাস করবে?'