দেখতে দেখতে জীবনের ক্রিজে হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন হৃত্বিক রোশন। নাচ ভালবাসতেন শৈশব থেকেই। কতটা? যতটা ভালবাসতেন জীবনকে। রোল মডেল ছিলেন মাইকেল জ্যাকসন। সেই ছেলেটারই একদিন সব নাচ বন্ধ হয়ে গেল।
হাড়ের কঠিন অসুখ স্কোলিওসিস ধরা পড়েছিল হৃত্বিকের। চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন চিরকালের জন্য নাচকে বিদায় জানাতে হবে। শুনে, মুষড়ে পড়তে পারতেন, হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিতে পারতেন অন্ধকারের দিকে। কিন্তু মানুষটার নাম যে হৃত্বিক। জীবনের সব প্রতিবন্ধকতার পাহাড় যেন তৈরিই হয়েছে, এই মানুষটা ডিঙ্গোবে বলে। অসম্ভব বলে কিছু হয় না, প্রমাণ করে দিলেন তো। গোটা দুনিয়া দেখল, মিরাকল ঘটে, ইচ্ছাশক্তি কখনও কখনও একটা নতুন জীবন উপহার দেয় কাউকে কাউকে।
হাতে গোনা সে সব মানুষদের একজন, আজকের বার্থডে বয়, হৃত্বিক।