"করোনা ওরে করোনা
তোর ইসকুলেতে যাবার স্বভাব
আজো বাছা গেল না"...
নিধুবাবুর টপ্পার আঙ্গিকে উদাত্ত কণ্ঠে গান গাইছেন এক যুবক। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গায়ক বহরমপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. অনির্বাণ দত্ত।
আরও পড়ুন, নাচে-গানে বিয়ের আসরে গ্র্যান্ড এন্ট্রি কনের, দেখুন ভিডিও
অনির্বাণের গানের কথার পরতে পরতে শ্লেষ। বোঝাই যে অতিমারিতে বাকি সব ক্ষেত্রে কম বেশি ছাড় দিয়ে দিনের পর দিন স্কুল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট ক্ষোভ ডাক্তারবাবুর। ক্ষোভ বড়দিনের পার্কস্ট্রিটে অনিয়ন্ত্রিত ভিড় নিয়েও। সে সবই ধরা পড়ল গানে।
এডিটরজি বাংলাকে অনির্বাণ দত্ত জানিয়েছেন, "গানের সুর আমারই দেওয়া। নিধুবাবু আজ বেঁচে থাকলে নিশ্চয়ই করোনা নিয়ে কিছু গাইতেন। সেই কথা মাথায় রেখে তাঁর টপ্পার আঙ্গিকেই গেয়েছি"।