রাজনীতির মঞ্চে তাঁরা যুযুধান। এবার পর্দায় একই মঞ্চে দেখা যাবে বুদ্ধ-মমতাকে (Buddhadeb Bhattacharya- Mamata Banerjee)। বাংলার মুখ্যমন্ত্রীদের নিয়ে তথ্যচিত্র আসছে হইচই (Hoichoi) তে। স্বাধীন ভারতে বাংলার আটজন মুখ্যমন্ত্রীকে নিয়েই তৈরি হচ্ছে ডকুমেন্টারি।
তথ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের আজ কাল পরশু’। ইতিমধ্যেই তথ্যচিত্রটির অফিসিয়াল পোস্টার মুক্তি পেয়েছে। পোস্টারে প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যসহ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে। প্রযোজনার দায়িত্ব রয়েছে এবিপি গ্রূপ এবং মহেন্দ্র সোনি। তথ্যচিত্রটি পরিচালনা করছেন ইন্দ্রনীল রায়চৌধুরী
জ্যোতি বসুর জীবন এবার ফুটে উঠতে পারে পর্দায়, ইঙ্গিত টলিউডের পরিচালকের
এর আগে ভারতের প্রধানমন্ত্রীদের নিয়ে এমন ধারাবাহিক তথ্যচিত্র নির্মিত হলেও দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এমন সিরিজ এই প্রথম আসতে চলেছে। ২৫শে ফেব্রুয়ারি থেকে হইচইতে মুখ্যমন্ত্রী তথ্যচিত্রটির সম্প্রচার শুরু হবে