দেশের সবচেয়ে হাইভোল্টেজ বিয়ে নিয়ে বছরজুড়েই আলোচনা। এর আগে প্রিওয়েডিং সেরিমোনি হয়েছে, এখন শুরু হয়ে গিয়েছে বিয়ের উদযাপন। বলছি অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের কথা। বিয়ের যাবতীয় উদযাপনে শুধু যে কনের সাজের দিকে নজর থাকছে, তা নয়। গোটা আম্বানি পরিবারের সাজ-ই তাক লাগাচ্ছে। রাধিকা এক এক অনুষ্ঠানে পরছেন চোখ ধাঁধানো সব ল্যাহেঙ্গা-শাড়ি। এই সাজের নেপথ্যে রয়েছেন কলকাতার এক মহিলা, জানেন কি?
ডলি জৈন (Dolly Jain)। রাধিকা এমন কি নীতা আম্বানিকে শাড়ি পরানোর দায়িত্ব ছিল ডলির ওপরেই। সেই কাজটি করে বিস্তর প্রশংসাও কুড়িয়েছেন ডলি।
বিয়ের পর কলকাতায় আসা ডলির। ঝুলিতে রয়েছে ৩২৫ রকমের শাড়ি পরানোর বিশ্ব রেকর্ড। আলিয়া থেকে দীপিকা, সকলকেই শাড়িতে অনন্যা করে তোলার পেছনে রয়েছে ডলির হাত। সম্প্রতি আলিয়ার মেটগালার সাজ তো ভাইরাল হয়েছিল, সেটিও পরিয়েছিলেন ডলিই।
প্রিওয়েডিং-এর একাধিক অনুষ্ঠানে এবং সঙ্গীতে ডলির পরানো শাড়িতে রূপকথা রচনা করেছেন রাধিকা-নীতারা। তাই ডলি নিজেও সেই রূপকথার অন্যতম কাণ্ডারি।