'দরদ' (Dorod) সিনেমার প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় রয়েছে পদ্মাপাড়ের অভিনেতা শাকিব খান (Shakib Khan) এবং অভিনেত্রী সোনাল চৌহানের (Sonal Chouhan) রসায়ন। এবার প্রকাশ্যে এল এই ছবির শুটিংয়ের কিছু দৃশ্য। যেখানে নায়ক-নায়িকার কেমিস্ট্রি নজর কেড়েছে দর্শকদের।
নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করেছেন সোনাল। ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের ঢিলাঢালা পোশাক পরেছেন অভিনেতা শাকিব খান। আর অভিনেত্রী সোনালের পরনে রয়েছে ফ্লোরাল প্রিন্টের গোলাপি রঙের শাড়ি। আর দু'জনে যেন হারিয়ে গিয়েছেন একে অপরের প্রেমে।
আরও পড়ুন - বলিউডে নতুন প্রজন্মের অভিষেক! প্রকাশ্যে খুশি-সুহানাদের 'দ্য আর্চিসের' ট্রেলার
'দরদ' ছবিতে এই প্রথমবার জুটি বেঁধেছেন শাকিব-সোনাল। ইতিমধ্যেই ছবির বেশিরভাগ শুটিং শেষ হয়ে গিয়েছে। বর্তমানে একটি রোম্যান্টিক গানের শুটিং চলছে বেনারসে। ওই শুটিংয়ের ছবিই প্রকাশ্যে এসেছে। আগামী ফেব্রুয়ারিতে প্যান ইন্ডিয়ায় মুক্তি পাবে শাকিব-সোনাল অভিনীত 'দরদ'। এটিই শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া ছবি।