প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজী' সারা ফেলে দিয়েছে গোটা বিশ্বে । আগেই তাঁদের ঝুলিতে রয়েছে ৮টি আন্তর্জাতিক পুরস্কার । আর দু'দিন পরেই অর্থাৎ ১১ নভেম্বর বড়পর্দায় সিনেমাটি মুক্তি পাবে । তারই মধ্যে এল আরও এক সুখবর । এবার ৫৩ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ আমন্ত্রণ পেল প্রসূনের 'দোস্তজী'। সোশ্যাল মিডিয়ায় নিজে সেই খবর শেয়ার করে জানিয়েছেন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় ।
টলিপাড়ার তরুণ পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজি' ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ টলি থেকে বলি । ইতিমধ্যেই ছবি দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন । ছবি নিয়ে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন বিগগি । প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদনে ১১ নভেম্বর দেশ জুড়ে মুক্তি পাচ্ছে এই ছবি । এক বন্ধুত্বের গল্প নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক প্রসূন । যে ছবি নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে । ‘ইউনেস্কো’র ‘সিফেজ’ পুরস্কার রয়েছে সিনেমার ঝুলিতে । এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আমন্ত্রিত হল 'দোস্তজী' । উল্লেখ্য, ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় এই ফিল্ম ফেস্টিভ্যাল (Film Festival) চলবে । ফিল্ম ফেস্টিভ্যালে দেশ-বিদেশ থেকে বাছাই করা মোট ২৫ টি সিনেমা দেখানো হবে ।
১৯৯২-৯৩ সালের সাড়া ফেলে দেওয়া একটি ঘটনা। বাবরি মসজিদ ধ্বংস। তার আঁচ গিয়ে পৌঁছেছিল ভারত-বাংলাদেশ সীমান্তের দূরবর্তী গ্রামেও। সেই গ্রামেরই দুই বন্ধু পলাশ (অভিনয়ে আশিক) এবং সফিকুলের (আরিফ) গল্প ‘দোস্তজি’।