বছরের শেষলগ্নে এসে 'সুখবর' বলিউডে। ১০০ কোটি টাকার ম্যাজিক ফিগার টপকে গেল অজয় দেবগণ-তাব্বু অভিনীত 'দৃশ্যম ২'। ছবিটি নিয়ে দর্শকমনে (Drishyam 2) উৎসাহ ছিল বরাবরই। তবে, তা যে বক্স অফিসে এত কম সময়ের মধ্যে এতটা আলোড়ন ফেলবে, তা অতি বড় ভক্তও বোধহয় অনুমান করতে পারেননি। 'দৃশ্যম'-এর প্রথম ছবিটি রিলিজ করেছিল ২০১৫ সালে। মূল ছবিটি মালয়ালমে। মূল ভূমিকায় ছিলেন মোহনলাল।
সেই ছবি বলিউডের (Bollywood) দর্শক বড় পর্দায় দেখার পরে এতটাই মুগ্ধ হয়েছিল যে, ছবিটি অচিরেই সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বলিউডি থ্রিলারের তালিকায় জায়গা করে ফেলে। ১০০ কোটি ক্লাবে প্রবেশের সঙ্গে সঙ্গেই ২০২২ সালের পঞ্চম সিনেমা হিসেবে এই শিখর (Drishyam 2 success) স্পর্শ করল অভিষেক পাঠক পরিচালিত 'দৃশ্যম ২'। বাকি চারটি ছবি হল যথাক্রমে গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি, ভুলভুলাইয়া ২, কাশ্মীর ফাইলস এবং ব্রহ্মাস্ত্র।
আরও পড়ুন: সিনেমা হলে প্রথম দিনেই বাজিমাত করেছে দৃশ্যম ২, ওটিটিতে মুক্তি পাচ্ছে কবে?
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানাচ্ছেন, রিলিজের এক সপ্তাহের মধ্যেই ১০৪ কোটি টাকার বেশি রোজগার করে ফেলেছে 'দৃশ্যম ২'।
ছবি ১০০ কোটি ক্লাবে প্রবেশের পর নায়ক অজয় দেবগণ এই সাফল্যের উদযাপনের জন্য কাশী বিশ্বনাথে গিয়ে পুজো দিয়ে শুক্রবার ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিষেক পাঠক বলেন, এই সাফল্যের পর 'দৃশ্যম ৩' ও 'দৃশ্যম ৪'-এর জন্যও প্রচুর অনুরোধ আসছে। কিন্তু, আপাতত গোটা 'দৃশ্যম' টিমই এই সাফল্যের উদযাপনেই ব্যস্ত থাকতে চান।