খোঁজ খোঁজ খোঁজ! কোথায় কুমকুম? অবিনাশের স্ত্রী কুমকুম নিরুদ্দেশ! কুমকুম-অবিনাশ, এরা কারা? হইচই সিরিজ 'ডুগডুগি'র চরিত্ররা।
অভিনয়ে অনির্বাণ চক্রবর্তী, পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়, পুরো একেন বাবু টিম কিন্তু একেন থুড়ি অনির্বাণ এখানে অবিনাশ, নিঃসন্তান অবিনাশ কি মিডলাইফ ক্রাইসিসে ভুগছেন?
Nikhoj: ‘দিতি কোথায়?’ খোঁজ শুরু করলেন আইপিএস স্বস্তিকা, প্রকাশ্যে নিখোঁজের ট্রেলার
কোন পথে এগোবে গল্প, জানতে শুধু মধ্যরাতের অপেক্ষা, রাত বারোটায় হইচইতে মুক্তি পাচ্ছে উল্লাস মল্লিকের উপন্যাস অবলম্বনে সিচুয়েশনাল কমেডি ডুগডুগি।
সিরিজের অন্যান্য চরিত্রে বিশ্বনাথ বসু এবং রায়তি ভট্টাচার্যরা।