শ্রদ্ধার প্রেমিক আফতাবের (Shradha Walker Case) সঙ্গে তাঁর প্রাক্তনের কোনও পার্থক্য নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ‘দুপুর ঠাকুরপো’র ফুলওয়া বৌদি তথা অভিনেত্রী ফ্লোরা সাইনি (Flora Saini)। তাঁর দাবি, আলোয় ঘেরা তাঁর জীবন হলেও আদতে তিনি নিজের লিভইন পার্টনারেরঅকথ্য অত্যাচের শিকার হয়েছেন দিনের পর দিন।
সম্প্রতি শ্রদ্ধা ওয়াকারের হত্যা সম্পর্ক বলতে গিয়ে নিজের অতীতের কথা বলেন তিনি। ফ্লোরার অভিযোগ, তাঁর প্রাক্তন প্রেমিক তথা প্রযোজক গৌরাঙ্গ দোশির (Gaurang Doshi) সঙ্গে সম্পর্কে এসে নিজের ঘর ছাড়েন তিনি। প্রথমে তাঁর সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন গৌরাঙ্গ। পরিবার প্রথমে না মেনে নিলেও পরে তাঁরা গৌরাঙ্গকে পছন্দ করতে শুরু করে।
আরও পড়ুন- এই শীতেই নতুন সম্পর্কে মনামী, অভিনেত্রীর মনের মানুষটি কে?
কিন্তু ধীরে ধীরে বদলে যায় ফ্লোরা এবং গৌরাঙ্গের সম্পর্কের সমীকরণ। তাঁর ফোন কেড়ে নেওয়া হয়। ফ্লোরার মা তাঁকে সম্পর্কের থেকে বেরিয়ে আসতে বললেও সেই সময় পারেননি ফ্লোরা ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। ধীরে ধীরে মানসিক নির্যাতন বদলে যায় শারীরিক নির্যাতনের।
অভিনেত্রীর কথায়, 'একদিন রাতে মেরে আমার চোয়াল ভেঙে দিল। এরপর নিজের বাবার ছবি হাতে নিয়ে বলল, বাবার নামে শপথ করে বলছি, আজ রাতেই তোকে শেষ করে দেব। এরপর সেইসময় আমার মায়ের আওয়াজটা কানে বাজছিল। ও পিছন ঘুরতেই আমি দৌড়াতে শুরু করিনি, ভাবিনি আমার শরীরে পোশাক আছে কি নেই, আমার কাছে টাকা-পয়সা আছে কী নেই! শুধু দৌড়েছিলাম, ফিরে তাকায়নি'।