দুর্গাপুজো মানেই হই-হুল্লোড়, খাওয়া-দাওয়া । পুজোর এই পাঁচটা দিন কেমনভাবে কাটান টলি তারকারা, তা নিয়ে কৌতূহল থাকে সবারই । এই যেমন টলিপাড়ার অন্যতম ব্যস্ত নায়িকা তৃণা । এবছর পুজোয় কীভাবে কাটাবেন, কী প্ল্যান রয়েছে তাঁর, সম্প্রতি সেই বিষয়ে জানিয়েছেন অভিনেত্রী । টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে তৃণা জানিয়েছেন, শহরেই থাকবেন । ডায়েট ভুলে জমিয়ে পেটপুজোও সারবেন ।
তৃণা জানিয়েছেন, সারাবছর এত চাপের পর পুজোর কটা দিন ছুটির মতো করেই কাটান । যা মন চায়, তাই করেন । সারাদিন পুজো পরিক্রমা, রাতে মন্ডপে বন্ধুদের সঙ্গে আড্ডা...এভাবেই প্ল্যান করেছেন এবছরের পুজোটা । তবে কোনদিন, কী পোশাক পরছেন, তা এখনও ঠিক করে উঠতে পারেননি । আর খাওয়া-দাওয়া ? পুজোতেও কি কড়া ডায়েট ? তৃণার কথায়, পুজো মানেই তাঁর কাছে সেটা চিট ডে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা শুনলেই হাসি পায়। মটন খেতে খুব ভালবাসেন তৃণা-নীল দু'জনেই । নাম শুনলেই নাকি জিভে জল চলে আসে । তাই মটন ছাড়া তাঁদের পুজো ঠিক জমে না ।