পুজো শেষ । মা-কে এবার বিদায় জানানোর পালা । শনিবার থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে । কোথাও আবার আজ, রবিবার দশমী পালন করা হচ্ছে । মণ্ডপে মণ্ডপে দেবীবরণ, সিঁদুর খেলা, ধুনুচি নাচ...বিজয়া দশমীর ছবিটা সর্বত্র এক । উৎসবের শেষ লগ্নে সামিল টলি তারকারাও । শুভশ্রী, নুসরত থেকে দর্শনা.. মায়ের বিদায়বেলায় সিঁদুরে রাঙা হলেন টলি ডিভারা ।
বিজয়া দশমীতে দেবী বরণ উপলক্ষে লালপাড় সাদা শাড়িতে সেজেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । সঙ্গে মানানসই গয়না । তাঁর সঙ্গে দেখা গেল রাজ চক্রবর্তী ও ইউভানকেও । এদিন রাজের পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের সিল্ক পাঞ্জাবি । ইউভানও পরেছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি । এদিন আরবানা কমপ্লেক্সের পুজোতেই সিঁদুর খেলেন শুভশ্রী ।
যশের সঙ্গেই সিঁদুরে রাঙা হলেন নুসরত জাহান । শনিবার দেবীবরণ করেন নুসরত । চুটিয়ে সিঁদুরও খেলেছেন । সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রীর । নুসরতের পরনে এদিন ছিল সাদা ঢাকাই, তার উপর লাল, সবুজ সুতোর কাজ করা । একসঙ্গে বিজয়ার শুভেচ্ছাও জানান তাঁরা ।
বিয়ের পর প্রথম পুজো দর্শনা বণিকের । তাই, দেবীবরণ, সিঁদুর খেলা নিয়ে আলাদাই উন্মাদনা ছিল দর্শনার মধ্যে । এদিন, লাল টুকটুকে শাড়ি পরে দেবীকে বরণ করেন অভিনেত্রী। চুটিয়ে সিঁদুরও খেলেন । দর্শনাকে সঙ্গে দেন অভিনেত্রী স্বস্তিকা দত্তও । লালপাড় সাদা শাড়িতে সেজেছিলেন । সিঁদুর খেলায় মাতেন টলি অভিনেত্রীও ।
লাল পাড় সাদা শাড়িতে সিঁদুর খেলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও । অন্যদিকে, বিয়ের পর প্রথম পুজো শ্রীময়ীরও । কাঞ্চনকে পাশে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানালেন বিজয়ার শুভেচ্ছা । লাল পাড় সাদা শাড়ি, হাতে, গলায় মানানসই গয়না, সিঁদুরে রাঙা মুখ । একেবারে নতুন বউয়ের মতোই লাগছিল শ্রীময়ীকে ।
সিঁদুর খেলেছেন দেবলীনা কুমারও । লাল টুকটুকে শাড়িতে দেবীবরণ, তারপর সিঁদুর খেলা । সঙ্গে ছিলেন গৌরবও । বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা । অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজয়া দশমী পালন হয়েছে শনিবারই । বিদায়বেলায় মায়ের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী ।