মুম্বইয়ে তারকাদের দুর্গাপুজোর সেলিব্রেশনের কথা এলে প্রথমেই আসে নর্থ বম্বের সার্বজনীন দুর্গাপুজো । যা ‘মুখার্জি বাড়ি’র পুজো হিসেবেই পরিচিত । বছরের পর বছর ধরে আরব সাগরের তীরে বাঙালির ঐতিহ্যকে, পারিবারিক ঐতিহ্যকে ধরে রেখেছেন মুখার্জিরা । নর্থ বম্বের এই দুর্গাপুজোয় সামিল হন বি -টাউনের তারকারা । ষষ্ঠী থেকে দশমী... পাঁচদিন চাঁদের হাট বসে মুখার্জিদের দুর্গাপুজোয় । তবে, তার মধ্যে মধ্যমণি হয়ে থাকেন বাড়ির দুই মেয়ে কাজল ও রানি । একসময় বলিউড কাঁপিয়েছেন এই দুই বোন । এখনও স্ক্রিনে তাঁদের উপস্থিতি এ যুগের নায়িকাদের পিছনে ফেলে দেয় । তবে, শত ব্যস্ততার মধ্যেও পাঁচ দিন বাড়ির পুজোতেই থাকেন 'কুছ কুছ হোতা হ্যায়'-এর অঞ্জলি ও টিনা । ষষ্ঠীর রাতে এক ফ্রেমে ধরা দিলেন কাজল-রানি ।
ষষ্ঠীর নিয়ম মেনে বুধবার প্রথমে দেবীর বোধন ও প্রাণ প্রতিষ্ঠা হয় । সেই উপলক্ষে তারকাদের ভিড় জমেছিল মুখার্জি বাড়ির পুজোয় । তবে, সবাই অপেক্ষায় ছিল কাজল ও রানির জন্য । মণ্ডপে প্রথমে আসেন রানি । এদিন, রানির লুকে ছিল সাবেকিয়ানায় ওয়েস্টার্ন ছোঁয়া । লাল পাড় নীল সিল্ক শাড়িতে সেজেছিলেন রানি । গলায়-কানে মানানসই গয়না, কপালে টিপ । তার কিছুক্ষণ পরে এন্ট্রি হয় কাজলের । কমলা রঙের শাড়িতে ছিমছাম লুকে নজর কেড়েছেন কাজল । মণ্ডপে পৌছেই বাড়ির সকলের সঙ্গে দেখা করেন । তারপর সোজা চলে যান মা দুর্গার সামনের মঞ্চে । রানিও সেখানেই ছিলেন । দুই বোনের দেখা হতেই, তাঁদের ফ্রেমবন্দী করলেন পাপারাজ্জিরা । পুজোর মাঝেই চলল দুই বোনের অনেকদিনের জমে থাকা গল্প । তারপর ক্যামেরার সামনে একজসঙ্গে পোজও দেন কাজল ও রানি
কাজল ও রানি ছাড়াও পুজোয় উপস্থিত ছিলেন তানিশা মুখোপাধ্যায়ও । নীল রঙের সিল্কের শাড়িতে দারুণ লাগছিল কাজলের বোন তথা অভিনেত্রীকে । প্রাণ প্রতিষ্ঠা পুজোয় অংশ নেন তিনি । তবে এবারে তনুজাকে এখনও দেখা যায়নি মণ্ডপে ।
প্রত্যেক বছর জুহুর স্বনামধন্য 'টিউলিপ স্টার হোটেল'-এ আয়োজন করা হত মুখার্জিদের পুজোর । তবে, এবার ভেনু বদলেছে । জুহুর 'এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটি'-র সামনে তৈরি হয়েছে পুজো মণ্ডপ । ষষ্ঠীর রাত থেকেই সেখানে ভিড় করছেন বি-টাউনের তারকারা । কাজল-রানি ছাড়াও মুখার্জিদের পুজোয় নজর কেড়েছেন সুমনা চট্টোপাধ্যায়, পবনদীপরা । সপ্তমী, অষ্টমীতে তারকাদের ভিড় আরও বাড়বে ।