বাংলা ছবির সুদিন কি ফিরে এল? সেটা এখনই বলা সম্ভব না হলেও যেভাবে ইন্ডাস্ট্রির যুযুধানরা একে অন্যের পাশে দাঁড়িয়ে পঞ্চমুখে নিজের পাশাপাশি অন্যদের ছবিও দেখতে বলছেন, তাতে ভালো কিছু আশা করাই যায়।
এ-বারের পুজোয় একসঙ্গে রিলিজ করছে চারটি বাংলা ছবি৷ এসভিএফ-এর প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন বাংলার প্রথম মাল্টিভার্স কপ সিনেমা 'দশম অবতার'। '২২ শ্রাবণ' এবং 'ভিঞ্চিদা'র জোড়া সিকোয়েল! থাকছেন যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ, জয়া আহসান৷
দেব নিজের প্রযোজনা সংস্থা থেকে আনছেন 'বাঘাযতীন'। বিপ্লবীর নামভূমিকায় তিনি নিজেই।
উইন্ডোজের প্রযোজনায় খাগড়াগড় কাণ্ড নিয়ে আসছে 'রক্তবীজ'। পরিচালক নন্দিতা-শিবপ্রসাদ। অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী।
আসছে অরিন্দম শীলের পরিচাকনায় সুচিত্র ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে 'জঙ্গলে মিতিন মাসি'। অভিনয়ে কোয়েল মল্লিক। প্রযোজক ক্যামেলিয়া এবং সুরিন্দর ফিল্মস।
সবমিলিয়ে জমজমাট বাংলা ছবির পার্বণ। তার আগে সৃজিত, অরিন্দম, কোয়েলরা মিলে বার্তা দিলেন সবগুলি ছবি দেখার। সৃজিত মিষ্টি খুনসুটি করলেন 'টলিকুইন' কোয়েলের সঙ্গে৷ আর বললেন, চারটি ছবির চার পরিচালক ঠিক যেন চারজন বাঘ! সেই কথা শুনে সম্মতি জানালেন অরিন্দমও।