মাস খানেক আগে এক সন্ধ্যায় এসেছিল খবরটা। ব্যোমকেশ বক্সির ভূমিকায় বড়পর্দায় দেখা যাবে দেবকে। তারপর একে একে খবর এল, ছবির প্রযোজনার দেবের সংস্থা, পরিচালনায় বিরসা দাসগুপ্ত, সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। তারপর সামনে এল ছবির পোস্টারও। আর এরই মধ্যে ছবির শুটিংও শেষ, সোশ্যাল মিডিয়ায় সে খবর দিলেন দেব নিজেই।
সম্প্রতি ask dev সেশনে অভিনেতা বলেছেন, বাকি ব্যোমকেশ লোকাল হয়, এই ব্যোমকেশ নাকি হবে গ্লোবাল। সেটাই হবে বিরসার ব্যোমকেশের ইউএসপি
বিরসার দুর্গরহস্যের ঘোষণার কিছুদিনের মধ্যেই জানা গিয়েছে, শরদিন্দুর একই উপন্যাস নিয়ে ছবি করছেন সৃজিত মুখোপাধ্যায়ও।