তাঁরা দুজনেই সেলিব্রিটি। তাঁদের বিয়েতে তারকা সমাগম তো হবেই। বৃহস্পতিবার রাতে শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল দুর্নিবার-ঐন্দ্রিলার বিয়ের আসর। তারকাখচিত সন্ধেয় ধুমধাম করে হয়ে গেল দুর্নিবার-মোহরের বিয়ে। বিয়ের নানা মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গত বছর থেকেই চর্চায় দুর্নিবার-মোহরের প্রেম। বাংলা গানের জগতে চেনা নাম দুর্নিবার। মোহর ওরফে ঐন্দ্রিলাও টলিপাড়ায় চেনা নাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক তিনি। দুজনের বিয়েতে সারাক্ষণই উপস্থিত ছিলেন বুম্বাদা।
গত বছর থেকেই নিজেদের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন দুর্নিবার-ঐন্দ্রিলা। অবশেষে ওদের রূপকথায় জুড়ল নতুন পাতা।