অবশেষে চলতি বিতর্ক নিয়ে মুখ খুললেন দুর্নিবার সাহা।সদ্য বিবাহিতা স্ত্রী মোহরকে জড়িয়ে আদুরে ছবি পোস্ট দুর্নিবারের। ক্যাপশনে তিনি লিখেছেন, “যখন আমরা আলোর রোশনাইয়ে আমাদের সম্পর্ককে সাজাব, তখন কিছু মানুষ অহেতুক তাঁদের বোকা মতামত দেওয়ার চেষ্টা করবে।” বিয়ের নানা মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
৯ মার্চ প্রেমিকা মোহর ওরফে ঐন্দ্রিলার গলায় মালা দিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক দুর্নিবার সাহা। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন দুর্নিবার। স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন মোহর দুর্নিবারের। প্রথম স্ত্রী মীনাক্ষির সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়ে দুর্নিবার কোনও রাখঢাক রেখেছিলেন না, এর জেরেও বেজায় বিতর্কের মুখে পড়েছিলেন গায়ক।
গত বছর থেকেই চর্চায় দুর্নিবার-মোহরের প্রেম। বাংলা গানের জগতে চেনা নাম দুর্নিবার। মোহর ওরফে ঐন্দ্রিলাও টলিপাড়ায় চেনা নাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক তিনি। দুজনের বিয়েতে সারাক্ষণই উপস্থিত ছিলেন বুম্বাদা।