বিয়ের পর এটাই প্রথম জামাইষষ্ঠী দুর্নিবার সাহা এবং মোহর সেনের। কিন্তু বিয়ের পর থেকেই কাজের সূত্রে শহরের বাইরেই রয়েছেন দুর্নিবার এবং মোহর। কী করবেন তাঁরা প্রথম জামাইষষ্ঠীতে? কলকাতায় ফিরবেন তাঁরা?
এক সংবাদমাধ্যমকে দুর্নিবার জানিয়েছেন, তিনি এখনও কলকাতার বাইরে রয়েছেন। আর তিনি জামাইষষ্ঠী পালন করবেন কি না সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। তাই তিনি এবং মোহর দু'জনেই এই বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চান না।