গত সপ্তাহে ঘটা করেই তাঁদের বিয়ে হয়েছিল। প্রসেনজিৎ স্বয়ং দাঁড়িয়ে থেকে দুজনের বিয়ে দিয়েছিলেন, সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিয়ে-রিসেপশনের একগুচ্ছ ছবি। কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতেই রীতিমতো ট্রোলড হন দুর্নিবার সাহা-মোহর সেন। নবদম্পতিকে নিয়ে, দুর্নিবারের স্বল্প ব্যবধানে দুবার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে নানান চর্চা চলেছে। এবার মুখ খুললেন গায়ক নিজে।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে গায়ক বলেন, তাঁরা সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার। আপাতত চুপ করে থাকাই শ্রেয় মনে করছেন, কিন্তু নীরবতা কে দুর্বলতা ভেবে যেন ভুল না করা হয়, বার্তা দিলেন গায়ক।
সামনেই নবদম্পতি হানিমুনে যাচ্ছেন, যদিও ডেসটিনেশন গোপনই রাখলেন দুর্নিবার।