গতবছর পুজোর আগেই দুর্নিবার এবং মোহর জানিয়েছিলেন দুই থেকে তিন হচ্ছেন তাঁরা। ২০২৩ সালের মার্চ মাসে জুটিতে বিয়ে করেন। একটি বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুর্নি-মোহর। ফেব্রুয়ারি মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তাঁরা। বাবা হওয়ার পর দীর্ঘ ৬ মাস কেটে গেলেও জুনিয়র দুর্নিবারের মুখখানি দেখার সুযোগ হয়নি অনুরাগীদের। অবশেষে অপেক্ষার প্রহর গোনা শেষ হল।
৬ মাস পর ছেলে ধিয়ানের ছবি প্রকাশ্যে আনলেন মোহর দুর্নিবার। অল্পেতে স্বাদ যে মিটবে না, সে টের পেয়েই একগুচ্ছ ছবি শেয়ার করে একটি মিষ্টি ছড়াও ক্যাপশনে লিখেছেন দুর্নিবার।
বাবা ছেলের জন্য লিখেছেন,
‘অন্ধকার তো সবাই চেনে,
তুই শুধু ভালোটাই খুঁজিস।
মিথ্যে তো বড়ই সহজ,
তুই শুধু সত্যিটাই বলিস।
তুই শুধু ‘তুই‘ হয়ে বেড়ে ওঠ।
আমাদের ধিয়ান’
উল্লেখ্য, গত বছরের প্রথমেই ঘটা করে বিয়ে সেরেছিলেন দুজন। সে সময় অবশ্য নানা কারণে সমাজমাধ্যমে ট্রোলের শিকার হন দুজনেই। তবে, তারপর থেকে বেশ মসৃণ কেটেছে দাম্পত্য। এখন খুদেকেই নিয়েই ব্যস্ত দুটিতে।