ঘটা করে নতুন জীবন শুরু করছেন গায়ক দুর্নিবার সাহা, মার্চেই বিয়ে। পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জন সংযোগ আধিকারিক ঐন্দ্রিলা। দুর্নিবার-ঐন্দ্রিলার প্রেম গত বছর থেকেই চর্চায়। পাশাপাশি চর্চায় থেকেছে দুর্নিবার এবং তাঁর প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিচ্ছেদও। এবার প্রথম মুখ খুললেন মীনাক্ষী।
দুজনের বিচ্ছেদের জল্পনার মাঝেও দুর্নিবার-মীনাক্ষী কেউ মুখ খোলেননি। পরে অবশ্য ঐন্দ্রিলা দুর্নিবার তাঁদের প্রেম কাহিনী সামনে আনেন। কিন্তু দুর্নিবারের অনুরাগীদের অধিকাংশের একটাই জিজ্ঞাসা, মীনাক্ষীর সঙ্গে বিবাহবিচ্ছেদ টা খাতায় কলমে হয়েছে তো? মীনাক্ষী জানিয়েছেন, বিয়েটা যেহেতু দুর্নিবারের, তাই তাঁকেই প্রশ্ন করা হোক। সঙ্গে হবু দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছাও জানিয়েছেন মীনাক্ষী।
Revolver rohoshyo-Anjan Dutta: অঞ্জন দত্তর নতুন সিনেমা রিভলবার রহস্যের ট্রেলার রিলিজ!
২০১৭ সালে আইনি বিয়ে হয়েছিল দুর্নিবার-মীনাক্ষীর। ২০২১-এর শুরুতে সামাজিক বিয়েও হয়। বছর ঘুরতে না ঘুরতেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে বলে শোনা গিয়েছিল।