তাঁদের প্রেম থেকে পরিণয়, সবটার সাক্ষী ছিলেন ইমন। দুর্নিবার-মীনাক্ষীর দূরত্ব আসার পরেও মীনাক্ষীর সঙ্গে ইমনের বন্ধুত্ব অটুট। দুর্নিবার দ্বিতীয় বার বিয়ে করার পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলেন মীনাক্ষী। নিজের ছবি পোস্ট করেছেন, সঙ্গে জুতসই ক্যাপশন।
অনেকেই বলেন, দুর্নিবারের থেকেই তিক্ততার শুরুর দিনগুলোতে মীনাক্ষী নাকি ইমনের বাড়িতেই গিয়েছিলেন প্রথম। সপ্তাহ খানেক আগে খুব ঘটা করে বিয়ে করেছেন দুর্নিবার, পাত্রী ঐন্দ্রিলা সেন, সেই বিয়েতে বিনোদন জগতের অনেককেই দেখা গেলেও ছিলেন না ইমন।
মীনাক্ষীর পোস্ট করা ছবির তলায় বন্ধুকে অনেক ভালবাসা জানিয়েছেন ইমন।