কর্ণাটকে উদ্ধার বিপুল পরিমাণে রুপো। যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। সূত্রের খবর, কর্ণাটকের দাওয়াঙ্গেড়েতে একটি টোলপ্লাজার চেকপোস্টে গাড়ি পরীক্ষা করা হচ্ছিল। সেই সময়েই ধরা পড়ে প্রায় ৩৯ লক্ষ টাকার রুপোর সামগ্রী। যে সামগ্রীর কোনও নথি ছিল না। জানা গিয়েছে, ওই বিপুল নথিবিহীন ৬৬ কেজি রুপোর মালিক প্রযোজক বনি কাপুর।
সামনেই কর্নাটকে নির্বাচন রয়েছে। সেই কারণে বেড়ে গিয়েছে কড়াকড়ি। শুক্রবার দাওয়াঙ্গেড় এলাকার চেকপোস্ট থেকে একটি বিএমডব্লিউ গাড়িকে রুপোর বাসন-সহ আটক করে নির্বাচন কমিশন। পরে কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখা যায় গাড়িটি বনি কাপুরের।
গাড়িটির চালক হরি সিং শিকার করেছেন গাড়িটি বনির। চালক ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দাওয়াঙ্গেড়ের গ্রামীণ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।