এবার ইডির নজরে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ইডি রাজ কুন্দ্রার ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি মামলার বিষয়ে রাজের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
তদন্ত অনুসারে, অভিযুক্তরা বিনিয়োগকারীদের প্রতারণা করে ২০১৭ সালে বিটকয়েনে প্রায় ৬,৬০০ কোটি টাকা তুলেছিলেন। অনলাইন ওয়ালেটে টাকা লুকিয়ে রেখে বিনিয়োগকারীদের প্রতারণা করা হয়েছে বলে দাবি করেছে ইডি।
তদন্তে দেখা গিয়েছে, প্রতারকদের থেকে ২৮৫ বিটকয়েন পেয়েছিলেন রাজ। যার বর্তমান মূল্য প্রায় ১৫০ কোটির বেশি।
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও, রাজের বিরুদ্ধে পর্ন চক্র চালানোর অভিযোগ ছিল। এর জেরে দুমাস হাজত বাসও করতে হয়েছিল তাঁকে।