মাদক চক্রের পর এবার আর্থিক তছরুপের ঘটনায় ইডির (ED) তলব অভিনেত্রী রকুল প্রীত সিংকে (Rakul Preet Singh)। সূত্রের খবর, শুধু রকুলই নয় এই দফায় দক্ষিণী ছবির একাধিক তারকাকেই তলব করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডি রকুলকে তলব করে হাজিরা দেওয়ার জন্য আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। শুক্রবার রকুলপ্রীত ছাড়াও, ভারতীয় রাষ্ট্র সমিতির বিধায়ক রোহিত রেড্ডিকেও তলব করেছে ইডি। জানা যাচ্ছে, ২০১৭ সালের এক মাদক সংক্রান্ত মামলাতেই তলব করা হয়েছে অভিনেত্রীকে। এর আগে এই মামলায় গত ৩রা সেপ্টেম্বর ২০২১-এ জেরা করা হয়েছিল রকুলকে।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী পরিচয় করাতেই হাতে চুম্বন শাহরুখের, আনন্দ আর ধরছে না তৃণার
চার বছর আগে সঙ্গীতশিল্পী কেলভিন ম্যাসচেরানেসের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্য়ের মাদক উদ্ধার করা হয়েছিল। দক্ষিণের অসংখ্য তারকা সহ রকুলেরও এই নাম জড়িয়েছে বলে জানা যাচ্ছে।