অভিনেতা রণবীর কাপুরকে ইডির তলব । ৬ অক্টোবর তাঁকে দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি । জানা গিয়েছে, মহাদেব বেটিং অ্যাপ মামলায় তাঁকে তলব করা হয়েছে ।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছড়ায়, মহাদেব বেটিং অ্যাপ মামলায় বেশ কয়েকজন সেলিব্রিটি ইডির স্ক্যানারে রয়েছেন । তাঁদের যে কোনওদিন তলব করতে পারে ইডি, সেরকমই আশাঙ্কা করা হচ্ছিল । এবার সেই আশঙ্কা সত্যি করে রণবীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রণবীর অনলাইন বেটিং অ্যাপটির প্রোমোশন বা প্রচারের জন্য টাকা নিয়েছিলেন । সেকারণেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর ।
চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপে প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। সেই তালিকায় রয়েছেন, নেহা কক্কর, বিশাল দাদলানি থেকে ভারতী সিং, সানি লিওন, নুসরত ভারুচারা ।
সেইসব বলি তালকাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগোতে চাইছে ইডি । এছাড়া, অনলাইন এই অ্যাপে বেটিং সম্পর্কে বা গড়পেটা সম্পর্কে সবাই ওয়াকিবহাল কি না, তাও জিজ্ঞাসাবাদ করে জানতে চায় ইডি ।