বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ।হাবে ভাবে স্মার্ট নন একেন বাবু। স্বভাবে বড়ই বিনয়ী। অথচ মগজ চলে উশেইন বোল্টের গতিতে।
সাত সিজনের ওয়েব সিরিজের পর এবার বড় পর্দাতেও হিট একেন। দার্জিলিং-এর পর এবার একেন রাজস্থানে । সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেই খবর দিলেন অভিনেতা থেকে পরিচালক সকলেই। এই শীতেই শুরু ছবির শুটিং, বড়পর্দায় রিলিজ আগামী বছরের পয়লা বৈশাখে।
'একেন', নামটুকু উচ্চারণ করলেই কিন্তু গল্প নয়, আগে মনে পড়ে সিনেমার কথাই। তবে এর পুরো কৃতিত্ব অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে দিচ্ছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।
রাজস্থানে একেন বাবু! বালির শহর, উট, বাঙালি গোয়েন্দা...এত কিছুর পরেও 'সোনার কেল্লার' সঙ্গে তুলনা টানবেন না দর্শকরা? সেই নিয়ে দুশ্চিন্তা নেই পরিচালকের। এডিটরজি বাংলা-কে দেওয়া ফোনের সাক্ষাৎকারে পরিচালক জানালেন, একেনবাবু দেখতে দেখতে দর্শকের 'সোনার কেল্লা'র কথা মনে পড়তে বাধ্য, কিন্তু দর্শক তুলনা টানবেন না, বরং বাঙালির নস্ট্যালজিয়াকে উস্কে দেবে নতুন ছবি।