একাধিক ইন্টারভিউতে ঊর্মি ওরফে অন্বেষা হাজরা (Anwesha Hazra) বলেছেন কোনও কিছুর শুরু থাকলে শেষও থাকে। দেখতে দেখতে সেই শেষের কিনারাতেই এসে দাঁড়িয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়' (Ei Poth Jodi Na Sesh Hoy)। নতুন ধারাবাহিককে জায়গা ছেড়ে দিয়ে শেষ হচ্ছে ঊর্মি সাত্যকি আর সরকার বাড়ির গল্প।
স্বভাবতই মনখারাপ ধারাবাহিকের কলাকুশলীদের। মাত্র দেড় বছরেই সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন ঊর্মি ওরফে অন্বেষা, সাত্যকি ওরফে ঋত্বিকের এটিই প্রথম ধারাবাহিক তাই তার কাছেও এই সহজ সত্যি মেনে নেওয়া বেশ কঠিন বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : ‘দুপুর ঠাকুরপো’র ফুলওয়া বৌদির জীবনে শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া! মুখ খুললেন অভিনেত্রী ফ্লোরা
এদিন জি বাংলার তরফে 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের ক্যামেরার পিছনের একগুচ্ছ ছবি শেয়ার করে লেখা হয়, 'শুধু সম্প্রচার শেষ, এই পথ শেষ হবে না কোনওদিনই।' পোস্টের নিচে আবেগঘন কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।