মেয়ে ট্যাক্সিচালক! তাহলেই ট্যাক্সিতে উঠতে দুবার, ভাবা এবং শেষমেশ 'প্রাণ হাতে নিয়ে ওঠা' থেকে বিরত থাকা। এই তো চলে আসছে সমাজে। ঊর্মিও (Urmi) এমন অভিজ্ঞতারই মুখোমুখি হচ্ছে বারবার। এমনই অবস্থায় পাশে এসে দাঁড়ায়ে গৌরী এলোর (Gouri Elo) ঈশান (Eshan)। সে ওঠে উর্মির ট্যাক্সিতে। শুধু তাই নয়, ঊর্মির ট্যাক্সি চেপেই দেখতে এল সাত্যকিকেও (Satyaki)। উর্মির ভাগ্য কি পাল্টাতে পারবে গৌরী এলোর ঈশান! তারপর কী হবে? সেই গল্পই বলবে'এই পথ যদি না শেষ হয়'-এর বৃহস্পতিবারের পর্ব।
সাত্যকিকে বাড়িতে রেখে, তাকে সেবা করে সুস্থ করে তুলতে পথেই নামতে হল ঊর্মিকে। আর সেই লড়াইয়ে তাঁর হাতিয়ার সাত্যকিরই সাধের ট্যাক্সি। উর্মিকেও সেই ট্যাক্সি চালাতে সেই তো শিখিয়েছিল ।