শীতের পরশ আর ঘন হতে থাকা রহস্য এই দুটোই বাঙালির খুব পছন্দের। গত কয়েক বছর ধরেই ফেলুদা, ব্যোমকেশের পাশাপাশি বাঙালির একেবারে ঘরের লোক হয়ে উঠেছেন গোয়েন্দা একেনবাবু। একেন্দ্র সেন ওরফে একেন বাবুর চরিত্র অবলম্বন করে ইতিমধ্যেই একাধিক ওয়েব সিরিজ হয়েছে। কিন্তু এই প্রথম বার একেনবাবু রহস্যের সমাধান করবেন তিলোত্তমায়।
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালিত এই সিরিজের নাম 'একেন বাবু এবার কলকাতায়'। চলতি বছর বড়দিনেই আসতে চলেছে এই সিরিজ। একই সময়ে একেন বাবুর পাশাপাশি বড় পর্দায় সন্দীপ রায়ের হাত ধরে আসতে চলেছে ফেলুদার 'হত্যাপুরী'। পুরিতে হত্যার এই রহস্যের সমাধান করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)।
গত বছর ক্রিসমাসে প্রযোজনা সংস্থা এসভিএফ ঘোষণা করেছিল সন্দীপ রায়ের পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে হত্যাপুরী। কিন্তু ছবির কাস্টিং নিয়ে গোল বাধে। কাস্টিং নিয়ে মতাপার্থক্যের জেরেই শেষ মুহূর্তে এই ছবি থেকে সরে দাঁড়ায় এসভিএফ।
এরপর অন্য প্রযোজনা সংস্থার হাত ধরে ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে ফেলুদা। একই সময় এসভিএফের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে বাঙালির অন্য এক পছন্দের গোয়েন্দা চরিত্র একেন বাবু। একদিকে ফেলুদা, অন্যদিকে, একেন বাবু। শীতকাল যে এই দুই গোয়েন্দার আবির্ভাবে জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, দর্শকদের পছন্দের তালিকায় কে এগিয়ে তা বলবে সময়।
শুধু ওটিটি নয়। বড় পর্দাতেও আসতে চলেছে একেনবাবু। গল্প সাত সিজনের ওয়েব সিরিজের পর বড় পর্দাতেও হিট একেন। দার্জিলিং-এর পর এবার একেন রাজস্থানে । সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেই খবর দিয়েছিলেন অভিনেতা থেকে পরিচালক সকলেই। বড়পর্দায় রিলিজ আগামী বছরের পয়লা বৈশাখে।