বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ।হাবে ভাবে স্মার্ট নন একেন বাবু। স্বভাবে বড়ই বিনয়ী। অথচ মগজ চলে উশেইন বোল্টের গতিতে। সাত সিজনের ওয়েব সিরিজের পর এবার বড় পর্দাতেও আসতে চলেছে একেন বাবু। ঘোষণা হয়েছিল মাস খানেক আগেই। শুক্রবার হয়ে গেল ছবির শুভ মহরৎ। সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেই খবর দিলেন অভিনেতা নিজেই।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (Sri Venkatesh Films) ব্যানারে ছবির নাম 'দ্য একেন' (The Eken)। মহরতের ছবি পোস্ট করলেন 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। জানালেন শুটিং -ও শুরু হবে খুব শিগগির।