মগজাস্ত্রে পাল্লা দেয় প্রদোষ মিত্তিরের সঙ্গে, আর বেশভূষা লালমোহন গাঙ্গুলির মতো, এ হেন একেন্দ্র সেন ওরফে একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ। ভালোমানুষ গোছের ভাব, অথচ তীক্ষ্ণ বুদ্ধিতে অনায়াসে ভেদ করেন জটিল রহস্য। সেই একেনের স্রষ্টার জীবনের শেষ অঙ্কেও রয়ে গেল রহস্য। মার্কিন প্রবাসী সাহিত্যিক সুজন দাশপগুপ্তের কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ।
পুলিশের অনুমান, বুধবার ভোরের দিকে ম্রিত্যু- হয়েছে তাঁর। বাড়িতে একাই ছিলেন সাহিত্যিক।
Sujan Dasgupta Dies :'একেন বাবু'র বিদায়! প্রয়াত সাহিত্যিক সুজন দাশগুপ্ত, কলকাতার ফ্ল্যাটে মিলল দেহ
পেশায় সুজন দাশগুপ্ত ছিলেন প্রযুক্তিকর্মী। কর্মজীবনের অধিকাংশই মার্কিন মুলুকে। সেখান থেকেই 'একেন বাবু' চরিত্রটির জন্ম। নয়ের দশকে আনন্দমেলায় একাধিকবার প্রকাশিত হয়েছে একেন বাবুর গল্প। একেন বাবুর রহস্যের অধিকাংশ প্লটই নিউ জার্সিতে। লেখক নিজেও সেখানেই থাকতেন। বিগত কয়েক মাস ধরে কলকাতায় ছিলেন।
তবে চরিত্রটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় পর্দায় আসার পর, লেখক নিজেও সেই কৃতিত্ব দিতেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। বড় পর্দা এবং ওটিটি-তে সমান তালে জনপ্রিয় হয়েছে চরিত্রটি। সুজন দাশগুপ্তের এমন আক্সমিক প্রয়াণের খবরে রীতিমতো ভাষা হারিয়েছেন অভিনেতা নিজে।