বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ। দেশের গণ্ডি পেরিয়ে একেন বাবু এবার রাশিয়ায় পাড়ি দিচ্ছেন।
বিগত কয়েক বছরে একেনবাবু চরিত্রের দৌলতে অনির্বাণ চক্রবর্তী দর্শকের কাছে জনপ্রিয় মুখ। হিট একের পর এক সিরিজ হিট! বড়পর্দাতেও একেন বাবুর ম্যাজিক অব্যাহত। এই প্রথম পুজোর ছবি হিসেবে বড়পর্দায় আসতে চলেছে একেন বাবু।
এখনও পর্যন্ত একেনবাবুকে নিয়ে তৈরি দুটি ছবি (‘দ্য একেন’ ও ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’) মুক্তি পেয়েছিল বাংলা নববর্ষে। সব ঠিক থাকলে এসভিএফ -এর চব্বিশের তুরুপের তাস হয়তে চলেছে একেন বাবু।
দেশের বাইরে এই প্রথম এতটা দূরে পাড়ি দিলেন একেন-প্রমথ এবং বাপিরা। এর আগে দেশের বাইরে বলতে বাংলাদেশে পাড়ি দিয়েছিল গোটা টিম। সব ঠিক থাকলে আগামী জুন মাস থেকে রাশিয়ায় শুরু হবে ছবির শুটিং।