ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজির (Alt Balaji) কর্ণধারের পদে আর থাকছেন না ভারতীয় টেলিভিশন ও সিনেমাজগতের প্রযোজক, পরিচালক একতা কাপুর (Ekta Kapoor)। তাঁর মা শোভা কাপুরও এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন । সোশ্যাল মিডিয়ায় একটি প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করে এই ঘোষণা করেছেন একতা । সেইসঙ্গে অল্ট বালাজির গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন ।
কে হচ্ছেন নতুন কর্ণধার ? একতা কাপুর জানিয়েছেন, সংস্থার নতুন চিফ বিজনেস অফিসার হিসাবে নিযুক্ত হলেন বিবেক কোকা । কী কারণে এই সিদ্ধান্ত ? প্রেস বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, গত বছর থেকে পদত্যাগের প্রক্রিয়া শুরু হলেও,এখন অল্ট বালাজির দায়িত্ব নেওয়ার জন্য একটি নতুন দল রয়েছে । অন্যান্য ভেনচারের উপর ফোকাস করার জন্য এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আরও পড়ুন, LSD-Soham-Sayani: সোহম-সায়নীর ছবিকে 'অ্যাডল্ট' তকমা, নন্দনে জায়গা পেল না 'এলএসডি'
এখবর সামনে আসতেই একতার পোস্টে কমেন্টের বন্যা বইছে । অনুরাগী থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা প্রতিক্রিয়া দিয়েছেন । সোনম লিখেছেন, 'তুমিই সেরা' । 'অল্ট বালাজি'-র আরও সাফল্য কামনা করেছেন সুজান খান ।