নিয়োগ দুর্নীতির জ্বাল ছড়িয়েছিল টলিউডেও, এমনটাই বলছেন অনেকে। সম্প্রতি বনি সেনগুপ্তকে তলব করেছে ইডি, উঠে এসেছে আরও ৪ অভিনেত্রীর নাম। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেল বন্দি কুন্তল ঘোষের সঙ্গে পরিচয় ছিল এনা সাহারও।
কুন্তলের সঙ্গে পরপর দুটো কাজ করেছেন এনা। শেষটি চার বছর আগে, এ ছাড়া ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই বলেই আনন্দবাজারকে জানিয়েছেন অভিনেত্রী। শেষবার দেখা হয়েছে বছর চারেক আগে।
Chini 2 Poster Out: মধুমিতার নিউ লুক, 'চিনি ২'এর প্রথম পোস্টার প্রকাশ্যে
অভিনয় ছাড়াও এনার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। তবে তার সঙ্গেও কুন্তল ঘোষের কোনও যোগ নেই, দাবি অভিনেত্রীর। তাই অকারণে নিজেও ভয় পাচ্ছেন না বলেই জানিয়েছেন।