একদিনেই ঘটনার পট পরিবর্তন! বুধবার বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণী তারকা সিদ্ধার্থের 'বিয়ে' নিয়ে খবর ছড়িয়ে পড়েছিল ঝড়ের গতিতে। কিন্তু, বৃহস্পতিবারই সিদ্ধার্থের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁদের বিয়ের 'গুজব'-কে উড়িয়ে দিলেন স্বয়ং অদিতি রাও হায়দারিই। জানালেন, বিয়ে নয়, এনগেজমেন্ট। সেই ছবিতে দেখা যাচ্ছে দুজনের হাতেই পরা রয়েছে এনগেজমেন্ট রিং। জানালেন, তিনি ক্যাপশনে লেখেন, "ও আমার প্রস্তাবে 'হ্যাঁ' বলেছে। আমরা এখন সম্পর্কে রয়েছি"! সেই পোস্টের ব্যাকগ্রাউন্ডে সিদ্ধার্থের জনপ্রিয় ছবি 'চিট্টা'র মিউজিকও ব্যবহার করেন অদিতি।
উল্লেখ্য, বুধবার তেলেঙ্গানার এক মন্দিরে গোপনে সিদ্ধার্থের গলায় মালা দেন ‘জুবিলি’ অভিনেত্রী বলে খবর ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন অদিতি ও সিদ্ধার্থের এই ছিমছাম বিয়েতে। বলা হয়েছিল, অদিতি ও সিদ্ধার্থের বিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীরঙ্গনায়কাস্বামী মন্দিরে। এবার এই ইনস্টাগ্রাম পোস্ট সরকারিভাবে সীলমোহর দিল 'বিয়ে নয়, এনগেজমেন্ট' তত্ত্বতেই।