সিনেমার বয়স প্রায় ২৮ বছর । কিন্তু, রাজ-সিমরানের প্রেমকাহিনি এভারগ্রিন । আবারও সেই কাহিনির সাক্ষ্মী থাকার সুযোগ দিচ্ছে যশ রাজ ফিল্মস । প্রেম দিবসের সপ্তাহ চলছে । সেই উপলক্ষেই ১০ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (DDLJ) । আগেও শাহরুখের (Shah Rukh Khan) জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছিল সিনেমা । এবার ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের জন্য দেশব্যাপী সিনেমাহল, আইনক্সে দেখানো হবে ডিডিএলজে । বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে একথা জানিয়েছেন ।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেই সময়ে । ২৭-২৮ বছর পেরিয়ে এই প্রজন্মও বড় পর্দায় শাহরুখ-কাজলের রসায়ন দেখতে ছিল সমান আগ্রহী । সিনেমার গানগুলিও এখনও এভারগ্রিন । সদ্য মুক্তি পাওয়া শাহরুখের 'পাঠান' ঝড় তুলে দিয়েছে । এরই মধ্যে নব্বই দশকের নস্ট্যালজিয়াকে আরও একবার উস্কে দিতে চলেছেন নির্মাতার । প্রেমের সপ্তাহে আবারও রাজ-সিমরানের মতো প্রেমে পড়লে ক্ষতি কি ?
আরও পড়ুন, Soham Chakraborty: সোহমের ছবি মুক্তির একদিন আগেও এল না ছাড়পত্র, রাজনৈতিক কারণ দেখছেন অভিনেতা-বিধায়ক
উল্লেখ্য, মুম্বইয়ের মারাঠা মন্দির থিয়েটারে অবশ্য গত ২৮ বছর ধরে একটানা চলছে এই আইকনিক ছবিটি।