মা হচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। এই নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। তবে সপ্তাহ খানেক আগে অনুরাগীদের সেই খবর জানিয়েছেন বিপাশা-করণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা জানালেন, হবু বাবা-মা চাইছেন তাঁদের একটা মেয়ে-ই হোক।
বং বিউটি বিপাশা জানিয়েছেন, যখন অন্তসত্ত্বা হওয়ার খবর জানার পর থেকেই তাঁদের দুজনের খুব ইচ্ছে তাঁদের মেয়ে হোক। নিজেদের মধ্যে হবু সন্তানকে নিয়ে কথা হলে দুজনে ভাবেন, তাঁদের কোল আলো করে মেয়েই আসছে। মা হওয়ার পরপরই কাজে ফিরবেন বলেও জানালেন বিপাশা।
Ranveer Singh: নগ্ন ফটোশুট নিয়ে বিতর্ক! থানায় হাজিরা দিলেন রনভির সিং
২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি 'এলোন'-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর মা হতে চলার সুখবর শোনালেন বিপাশা। এবছর ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্বামী করণের উদ্দেশ্যে বিপাশা লিখেছিলেন, 'আমার চোখে মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তোমায় ধন্যবাদ। যেদিন প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কোটি কোটিবার উজ্জ্বল হয়ে উঠেছি।'