দোল-হোলি উপলক্ষে টানা ২ দিন কলকাতাজুড়েই বাড়ছে পুলিশি নিরাপত্তা। দোলের পাশাপাশি হোলির দিনেও সম সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কলকাতায় মঙ্গল এবং বুধবার থাকতে পারে অতিরিক্ত সাড়ে তিন হাজার থেকে চার হাজার পুলিশ বাহিনী। শহরের অন্তত পাঁচশোটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পুলিশ পিকেট। প্রতি ডিভিশনের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার দায়িত্বে থাকছেন একজন করে অতিরিক্ত ডিসি। দুই বা তিনজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনারও থাকবেন তাঁর সঙ্গে।পদস্থ পুলিশকর্তারা সারাদিন ধরেই টহল দেবেন। এ ছাড়াও সারা শহরজুড়ে টহল দেবে পুলিশের পিসিআর ভ্যান, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম। বাইকে করে অলিগলিতে টহল দেবে পুলিশের টিম।
দু’দিনই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়লে চালকদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে লালবাজারের তরফে।