বৃহস্পতিবার থেকে চর্চায় ললিত মোদী-সুস্মিতা সেনের সম্পর্ক। চুটিয়ে প্রেম করছেন ললিত মোদী (Lalit Modi) এবং সুস্মিতা সেন (Sushmita Sen)। মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন দুজনে, সেই ছবিও সামনে এসেছে! খুব শিগগির নাকি বিয়েও করতে পারেন তাঁরা। তবে এর আগেও বিয়ে করেছিলেন ললিত মোদী। তাঁর প্রথম স্ত্রী-কে নিয়ে আজকাল খুব একটা আলোচনা হয় না। জেনে নেওয়া যাক আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যানের বৈবাহিক জীবনের কথা।
ললিত মোদীর প্রথম স্ত্রী মিনাল মোদী। ১৯৯১ সালের ১৭ অক্টোবর মুম্বইয়ে তাঁদের বিয়ে হয়। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ১০ ডিসেম্বর ৬৪ বছর বয়সে মিনালের মৃত্যু হয়।
সেটি ছিল মিনালের দ্বিতীয় বিয়ে। মিনালের মা ছিলেন ললিতের বন্ধু। মিনালের থেকে দশ বছরের ছোট ছিলেন ললিত। এর পরই ললিত-মিলান মুম্বইয়ে চলে আসেন। ১৯৯১ সালে বিয়ে করেন তাঁরা।
Sushmita Sen: ললিতই প্রথম নয়, ওয়াসিম আক্রম থেকে অনিল আম্বানি, সুস্মিতার মন কাড়া পুরুষের লম্বা তালিকা
ললিত-মিনালের দুই সন্তান। আলিয়া এবং রুচি মোদী। কয়েক বছর পরই ললিতের সঙ্গে লন্ডনে পাড়ি দেন মিনাল। লন্ডনে থাকাকালীনই মিনালের ক্যানসার ধরা পড়ে। এক বছর ক্যানসারের সঙ্গে যোঝার পর ২০১৮-তে মৃত্যু হয় মিনালের।